অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক উলিউল্ল্যা স্যারের অবসর জনিত বিদায় সম্বর্ধনা ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব বসাকের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজে গভর্নিং বডির সকল সদস্যবৃন্দ। কলেজের শিক্ষক শিক্ষিকা চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ অত্র কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ী অলিউল্ল্যা স্যার, অশ্রু সিক্ত কণ্ঠে বক্তব্যে বলেন সৃষ্টিকর্তার অশেষ দয়ায় আমি আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারছি। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। সাদেকুল ইসলামের সঞ্চালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে বিদায়ী স্যারকে ফুলের শুভেচ্ছা ও কলেজের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। পরে কলেজের রভার স্কাউট দল বিদায়ী স্যারকে গার্ড অফ অনার প্রদান করে কলেজ গেট পর্যন্ত এগিয়ে দেন।