রাজশাহী প্রতিনিধি:
উন্নয়ন ও মানবাধিকার সংস্থা বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ও সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স এর সহযোগিতায় অসংক্রামক রোগ প্রতিরোধে শরীর চর্চা ও কায়িক প্ররিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ ও গাইড লাইন শীর্ষক আলোচনা সভা ৯ জুন (রবিবার) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন। আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন কাটাখালি পৌর মেয়র রাবেয়া সুলতানা মিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোঃ আববাস আলী। অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন পৌর নির্বাহী অফিসার মোঃ সিরাজুম মুনীর। সভায় লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন স্থানীয় সরকার (পৌর সভা আইন) ২০০৯ পৌর সভার দ্বায়িত্ব ও কার্যাবলীর সংক্ষিপ্ত তুলে ধরে বলেন নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ রক্ষণাবেক্ষণ, শিক্ষা, খেলাধূলা ও চিত্তবিনোদন, আমোদ প্রমোদ এবং সাংস্কৃতিক সুযোগ সৃষ্টি ও প্রসারে সহায়তা, পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নে পৌরসভা নিজেস্ব বাজেটে খাত অর্ন্তভূক্ত করার বিধান রয়েছে। শরীরচর্চা, স্বাস্থ্য উন্নয়ন, ডায়বেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত সহ পৌরসভার জনসাধারনকে স্বাস্থ্য সচেতন করতে উমুক্ত খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গার রক্ষণাবেক্ষণ এর জন্য চলতি অর্থ ২০২৪-২০২৫ বছরের বাজেট খাতে বাজেট বরাদ্ধ বিষয়ে তুল ধরেন। অনুুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে (পৌরসভা আইন) ২০০৯ এর আালোকে নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ রক্ষণাবেক্ষণ, শিক্ষা, খেলাধূলা ও চিত্তবিনোদন, আমোদ প্রমোদ এবং সাংস্কৃতিক সুযোগ সৃষ্টি ও প্রসারে কাটাখালি পৌরসভা আন্তরিক ও সচেষ্ট ভাবে কাজ করবে বলে আসস্ত করেন।এছাড়া পৌরসভার উন্নয়নে দাতা গোষ্ঠির সহযোগিতা কামনা করেন।তিনি লফস কে ধন্যবাদ জানান এবং উন্নয়ন কর্মসূচি অত্র পৌরসভায় বাস্তবায়নের আহবান জানান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কাউন্সিলার মন্জুর রহমান, ৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলার মোসাঃ চাঁদনী বেগম, ১,২,২ নং ওয়ার্ড কাউন্সিলার মোসাঃ হোসনেয়ারা বেগম, ২য় কাউন্সিলার মোঃ সিরাজুল ইসলাম, সহঃ প্রকৌশলী মো: মনিরুল ইসলাম, পিনাকল স্টাডি হোমের প্রধান শিক্ষক মো: সেকেন্দার হোসেন, রাজশাহী জজ কোর্টের এ্যাডভোকেট নূসরাত মেহেজাবিন, লফস এর প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল ও এসএম রাকিবুল ইসলাম প্রমূখ।