নিহাল খান, রাজশাহী
বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের সেচের পানি বিতরণে অনিয়ম, হয়রানির প্রতিবাদ, খাল ও জলাশয় সংস্কার এবং কৃষি জমিতে সেচের সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা সহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি। গতকাল ২৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে দুই ঘণ্টাব্যাপী রাজশাহী মহানগরীর বাটার মোড়ে জয় বাংলা চত্বরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার কৃষকেরা এই কর্মসূচি পালন করেন। এরপর দুপুরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা বিএমডিএর প্রধান কার্যালয় বরেন্দ্র ভবনের সামনে যান।সেখানেও কিছু সময় সমাবেশ করেন।পরে পাঁচ দফা দাবি জানিয়ে বিএমডিএ’র সচিবের কাছে একটি স্মারকলিপি দেন। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়ে দেন কৃষক নেতারা। এর আগে সমাবেশে কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম এ সবুর বলেন, ‘বরেন্দ্র অঞ্চলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গভীর নলকূপের মাধ্যমে কৃষকদের জমিতে পানি সরবরাহ করে থাকে।কিন্তু অনেক আগে থেকেই নলকূপের অপারেটররা রাজনৈতিক ছত্র ছায়ায় থেকে অনেক বেশি বেপরোয়া হয়ে গেছে।তাঁরা টাকার বিনিময়ে বরেন্দ্র অঞ্চলে পানি বিতরণে নানারকম অনিম-দুর্নীতি করছে।তাই বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের সেচের পানি বিতরণে অপারেটরদের অনিয়ম হয়রানি ও দুর্নীতি বন্ধ করতে হবে।’ এছাড়া খাল-বিল-খাস পুকুর ও দিঘি সংস্কার, সেচের জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা, সার ও কীটনাশকের মূল্য কমানো, প্রকৃত কৃষককে কৃষি কার্ড দেওয়া ও ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করতে হবে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কৃষক সমিতির নেতা অজিৎ কুমার, আবিদ হোসেন, নিমাই গাঙ্গুলী, মহসিন রেজা প্রমুখ।