নোয়াখালী প্রতিনিধি-মোহাম্মদ উল্লাহ মাহমুদী
সন্ত্রাসী সংগঠন ইসরাঈলকে,
যখন অবৈধ রাষ্ট্র বলে আমার দেশের মানুষ হৈ-চৈ শুরু করেছে,
তখন তাদেরকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে
প্রস্তুত হয়ে গেলো বাদশা সালমানের মতো কিছু নামধারী মুসলিম শাসক।
ফিলিস্তিনের পক্ষে, মানবতার দাবি নিয়ে
যখন সংখ্যাগরিষ্ঠ বিধর্মী দেশগুলোও মাঠে নেমে পড়েছিল,
তখন ইসরাঈলকে সহযোগিতা করতে
শপথের রশি মজবুত করলো মানবতার মুখোশধারী অমানব — "ডোনাল্ড ট্রাম্প"।
এদিকে ইসরাঈলীদেরকে সাহায্য না করে
পস্তানোর ভয়ে বন্ধুত্বের গোড়ায় জল ঢেলে নিলো
"গোমূত্র প্রেমিক নরেন্দ্র মোদি"।
তাদের এমন অমানবিকতার দৃশ্যে
যখন সাধারণ মানুষ দুঃখে ভারাক্রান্ত,
তখন আমি দেখলাম মানুষের আবেগে মসলা মাখতে
ইসরাঈলকে “পৃথিবীর বিষফোঁড়া” বলে গালি দিচ্ছে
কুখ্যাত নর-পিশাচ "কিম জং উন"।