স্টাফ রিপোর্টার, ইমান আলী
চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে আন্দোলনে নেমেছে মেডিকেল ইনস্টিটিউট (ম্যাটস) ও ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড ফার্মেসি (DMF) শিক্ষার্থীরা। তারা চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন, কিন্তু প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রধান দাবি: নতুন পদ সৃষ্টি ও স্থায়ী নিয়োগ নিশ্চিত করা
শিক্ষার্থীরা জানান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে। ফলে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রটি সংকটের মুখে পড়েছে, পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তারা অবিলম্বে এই নিয়োগ চালু করা এবং নতুন পদ সৃষ্টির দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, "আমরা চার বছর ধরে কঠোর পরিশ্রম করে ডিগ্রি অর্জন করছি, কিন্তু কর্মসংস্থানের নিশ্চয়তা নেই। সরকার যদি দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু না করে, তাহলে দেশের চিকিৎসা ব্যবস্থায় বড় সংকট সৃষ্টি হবে।"
দ্বিতীয় দাবি: প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলামের আধুনিকায়ন
শিক্ষার্থীদের মতে, তাদের বর্তমান কোর্সের নাম ও কারিকুলাম সময়োপযোগী নয়। তারা চান: প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আধুনিক ও যথাযথ করা হোক। চিকিৎসা ও ফার্মেসি শিক্ষার সর্বশেষ আন্তর্জাতিক মান অনুযায়ী পাঠ্যসূচি সংস্কার করা হোক।
তারা বলেন, "পুরনো ও অপ্রাসঙ্গিক কোর্স নিয়ে আমরা প্রতিযোগিতামূলক চিকিৎসা ব্যবস্থায় টিকে থাকতে পারব না। আমাদের আধুনিক চিকিৎসা শিক্ষার সুযোগ দিতে হবে।"
তৃতীয় দাবি: ক্লিনিক্যাল বিষয়ের উচ্চশিক্ষার সুযোগ প্রদান
শিক্ষার্থীদের দাবি, ডিএমএফ ডিগ্রিধারীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন। বর্তমানে তাদের জন্য চার বছর মেয়াদি মেডিকেল ডিপ্লোমা কোর্স নেই, যা তাদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বড় বাধা।
তারা বলেন, "আমরা উচ্চশিক্ষা নিয়ে চিকিৎসাসেবায় আরও দক্ষ হতে চাই। কিন্তু আমাদের জন্য কোনো ব্যবস্থা নেই। অন্য বিভাগের শিক্ষার্থীদের যেখানে উচ্চশিক্ষার সুযোগ আছে, সেখানে আমাদের জন্য এই সুবিধা না থাকাটা অন্যায়।"
চতুর্থ দাবি: স্থায়ী শিক্ষা বোর্ড গঠন
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শিক্ষা বোর্ডের সঠিক কাঠামো না থাকায় একাডেমিক কার্যক্রমে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। পরীক্ষার সময়সূচি, ফলাফল প্রকাশ ও সার্টিফিকেট প্রদান প্রক্রিয়া সবকিছুই অনিয়মের শিকার।
তারা বলেন, "আমরা চাই স্থায়ী শিক্ষা বোর্ড গঠিত হোক, যাতে আমাদের শিক্ষা কার্যক্রম একটি সুসংগঠিত কাঠামোর আওতায় আসে এবং কোনো অনিশ্চয়তা না থাকে।"
এই চার দফা দাবির বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা ‘দাবি মানতে হবে’, ‘স্বাস্থ্যসেবার উন্নয়ন চাই’, ‘নতুন নিয়োগ ও উচ্চশিক্ষার সুযোগ চাই’—এই ধরনের নানা স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীদের একজন বলেন, "আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, কারণ আমাদের দাবি ন্যায্য। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আমাদের সমস্যা সমাধানে উদ্যোগ নিক।"
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শাহবাগ মোড়ে যান চলাচলে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন।
এই আন্দোলনের বিষয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা বলছেন, তারা তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।