সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
চট্রগ্রামের রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক এম এ কোরেশী শেলু'র শোকসভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, 'সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সাংবাদিক এম এ কোরেশী শেলু সবসময় লেখনির মাধ্যমে নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছেন। রাঙ্গুনিয়ার সমস্যা, সম্ভাবনা ও সংস্কৃতিকে তুলে ধরতে তাঁর অবদান ছিলো অনস্বীকার্য। মফস্বল সাংবাদিকতায় এম এ কোরেশী শেলু'র অবদান স্মরণীয় হয়ে থাকবে।” রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসিরের সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা ও কুষ্ঠ চিকিৎসা কেন্দে্রর পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং,চন্দ্রঘোনা—কদমতলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ আজগর, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আকাশ আহমেদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, সদস্য নুরুল আবছার চৌধুরী, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খাঁন, ইউপি সদস্য হাসান সিকদার, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাঙ্গুনিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাতুল কুমার বৈদ্য, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, নিহতের পরিবারের পক্ষে ইস্তেকাফ আলম সাদিল প্রমুখ।