সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর নূরানী তালীমুল কুরআন মাদ্রাসা ও হেলফখানা এবং সাফা মারওয়া পাবলিক মডেল একাডেমির বার্ষিক পুরষ্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকেলে পদক্ষেপ মানবিক কেন্দ্র হোছনাবাদ ব্রাঞ্চের সার্বিক সহযোগিতায় মাদ্রাসা প্রাঙ্গণে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ সভাপতি ব্যাংলার এস এম ইদ্রিস। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী ইঞ্জিনিয়ার অলি আহমদ। উদ্বোধক ছিলেন দলিল লেখক ইলিয়াস কবির। প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট মো. মুঈনুদ্দীন। প্রধান বক্তা ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। শিক্ষক মো. আলী আকবর'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মিন্টু চাকমা, হুমায়ুন কবির, মাদ্রাসা পরিচালক মো. নাজিম উদ্দীন, মো. হাবিব সওদাগর, আমির হোসেন, মাস্টার নেজাম উদ্দিন চৌধুরী, মো. আজিজ তালুকদার, মো. মাসুদ পারভেজ, সত্তার সওদাগর, আবদুল আজিজ, মো. ইলিয়াছ প্রমুখ। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।