সংবাদদাতা: জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হওয়ায় সংবর্ধিত হলেন আবদুল মোনাফ সিকদার। এই উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। অনুষ্ঠানে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন৷