সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের হযরত লাল শাহ মোয়াজ্জেম (রহ:), হযরত বদু ফকির (রহ:), হযরত পরান শাহ (রহ:), হযরত আমিরুদ্দীন ফকির (রহ:) এর ওরশ উপলক্ষে ইছালে ছাওয়াব, দোয়া ও মিলাদ মাহফিল স্থানীয় মাঠে বুধবার (৬ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ নিশ্চিন্তাপুর ঐক্য পরিষদ আয়োজনে করেন।উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দানু মিয়া। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। উদ্বোধক ছিলেন দক্ষিণ নিশ্চিন্তাপুর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন মঈনু। বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম চৌধুরী, ইদ্রিচ আজগর চেয়ারম্যান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন তালুকদার, মো. জসিম উদ্দিন মুন্সী, সামশুদ্দোহা সিকদার আরজু। সংবর্ধীয় অতিথি উপজেলা যুব লীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। অতিথি হিসেবে আরও বক্তব্য দেন উপজেলা তাতীলীগের আহবায়ক মো. মোরশেদ তালুকদার, ইঞ্জিনিয়ার মো. লোকমান প্রমুখ৷ সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন মাষ্টার। শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।