সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কৃষক লীগের বর্ধিত সভা উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে শনিবার (২ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা কৃষক লীগের সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী। #উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আইয়ুব রানা ও যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম মেম্বারের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন উত্তরজেলার সহ সভাপতি নারায়ণ চন্দ্র দে, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর মোহাম্মদ বাহদূর, মহিলা বিষয়ক সম্পাদক আয়শা আক্তার। বক্তব্য দেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের বিভিন্ন স্তরের কৃষক লীগ নেতৃবৃন্দ। #সভায় সর্বসম্মতিক্রমে রাঙ্গুনিয়া পৌরসভা কৃষক লীগের ১১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। যেখানে মো. সোলাইমান চৌধুরীকে আহবায়ক এবং মনছুর উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামকে সমর্থন জানান তৃণমূলের কৃষক লীগ নেতৃবৃন্দ।