জনপ্রিয়

রাঙ্গুনিয়ায় এম এ সেলিম লেলেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরষ্কার বিতরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি চট্টগ্রাম প্রতিনিধি

চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এম এ সেলিম লেলেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। উদ্বোধক ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ঢাকা মোহাম্মদপুর কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী মো. আরমান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইদ্রিস। শিক্ষক চমক সাহা ও শুভাশিস তালুকদার’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, শিক্ষক মো. দেলোয়ার হোসেন, মাস্টার মো. মুছা, সৈয়দ মো. আইয়ুব আলী, অব: শিক্ষক সমীর চন্দ্র দে, ইঞ্জিনিয়ার মো. শাহ আলম, মো. রফিকুল ইসলাম রফু, মিজানুর রহমান চৌধুরী, মো. শাহ আলম, শিক্ষক সৈয়দ জাহিদুল হক, রেজাউল করিম বুদ, মো. আবদুর সত্তার, মো. নাজিম উদ্দীন, মো. আনোয়ার হোসেন প্রমুখ। শুরুতে অতিথি ও অভিভাবকদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

  • রাঙ্গুনিয়ায় এম এ সেলিম লেলেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরষ্কার বিতরণ