সংবাদদাতা-জামিল মোহাম্মদ, জনি চট্টগ্রাম প্রতিনিধি: সোমবার (৮ এপিল) রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের রিফিউজিপাড়ায় এক হাজার তিন শত পরিবারের মাঝে টিসিবির পন্য বি ঞয় করা হয়েছে। স্কুল সংলগ্ন এলাকায় ডিলার বিদশন বডুয়া সহ রাইখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপত ট্যাগ অফিসার কাপ্তাই উপজেলার বিআরডিবি কমকর্তা জনাব আবদুল্লাহ আল বাকের উপস্থিত থেকে কাডধারীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন।মোট তিন শত চল্লিশ টাকায় প্রতিজন কাডধারিকে ৫কেজি চাউল,২কেজি ডাল এবং ১কেজি চিনি দেওয়া হয়েছে।এতে রাইখালী ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।