সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
মার্চ মাসের মাসিক কর্মসূচি এবং পবিত্র রমজানের কার্যক্রমের অংশ হিসেবে পণ্য বিক্রির প্রস্তুতি চলছে। ভূর্তকি মূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলা দেশ(টিসিবি)।এবারের পণ্য তালিকায় সয়াবিন তেল থেকে শুরু করে যুক্ত করা হচ্ছে খেজুর। এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর উত্তর সিটি, চট্টগ্রাম সিটি করপোরেশনে। রাজধানীর উত্তর সিটিতে কার্যক্রম শুরু হয়েছে ৭ই মার্চ থেকে। এ-ই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।আর চট্টগ্রাম সিটিতে বেটারি গলি সড়কে উদ্বোধন করেন কমিশনার। এছাড়াও দেশের অন্যতম জেলায়, সিটিতে চলছে ভূর্তকি পণ্য বিক্রির প্রস্তুতি।