সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং বাসি ও মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্য যাতে বিক্রয় করতে না পারে সেইজন্য বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী হাকিম মো: মহিউদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা ফারহানা পৃথা। বুধবার(১৩ মার্চ) সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই নতুনবাজার এলাকায় এই বাজার মনিটরিং করা হয়। এসময় কাপ্তাই থানার ওসি মো আবুল কালাম এর নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। বাজার মনিটরিংকালে এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে বড়ইছড়ি সদরের একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মূল্য তালিকা এবং দোকানের মালামাল রাস্তার উপর রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৮ ধারা লঙ্ঘনের দায়ে কাপ্তাই নতুন বাজারের একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । সেই সাথে তাদেরকে সর্তক করে দেওয়া হয়। এদিকে পৃথক একটি অভিযানে উপজেলা সদরে বড়ইছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে একটি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা। কাপ্তাই নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের উপ- প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস এবং থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।