নিজস্ব প্রতিনিধি
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় রক্ত নিয়ে মানুষের পাশে তানভীর হাসান শুভ। ২০২১ সাল থেকে এই মানবিক তাদের সঙ্গে যুক্ত তিনি। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১৫০০ ব্যাগ রক্ত দিয়ে মানুষকে সহযোগিতা করেছে। তিনি বর্তমানে বেশ কয়েকটি ব্লাড ব্যাংক গ্রুপে যুক্ত রয়েছে তার মধ্যে হেয়াতপুর ব্লাড ডোনেশন গ্রুপের সদস্য বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি এর সম্মানিত অ্যাডমিন, বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন এর রংপুর বিভাগীয় কমিটির কার্যকারী সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মানুষের প্রয়োজনে নিজেকে বিলিয়ে রেখেছেন। রক্ত প্রয়োজনে গভীর রাতে তাকে ফোন দিলে তিনি বিরক্ত না হয়ে খুব ভালোভাবেই রোগীর রোগের সঙ্গে কথা বলে। তার এই যাত্রায় তিনি অনেক রোগের উপকার করেছেন। এই সুত্র তিনি বলেন: আমার এই মানবিক কাজে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার মাধ্যমে যেন অসহায় মানুষ একটু সাহায্য পায় মূল উদ্দেশ্য আমার অসহায় মানুষকে সাহায্য করা সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।