রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুরের গংগাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নে মর্নেয়া গ্রামে ১৯৬০ সালে জন্মগ্রহন করেন মুসলিম পরিবারে, পিতাঃ মৌলভী আব্দুল কাদেরের ৪র্থ ছেলে মৌলভী মোঃ ইছা মাহমুদ আজাদী ২৮ শে র্মাচ বৃহস্পতিবার সকাল ৭ টায় তার নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। তিনি অনেক দিন ধরে মরণ ব্যাধি ক্যান্সার আক্রান্ত ছিলেন। ১৯৮২ সালে তিস্তা নদীর ভাঙ্গনের হাত থেকে বাচঁতে একরাতে একসাথ ৮০০ পরিবার, প্রায় চার হাজার মানুষ। বর্তমানে রংপুর সিটির ৮নং ওয়ার্ডের চাঁন্দকুঠি আঠারোদোন এলাকায় বসবাস করছেন। সেই নদী ভাঙ্গনের ফলে এই এলাকায় শিক্ষার কোন আলো ছিলোনা। শিক্ষার আলোর প্রদ্বীপ জ্বালাতেই মাত্র সাতজন ছাত্রকে নিয়ে শুরু করেন তার শিক্ষার কার্যক্রম। এতে নদী গর্ভে বিলিন করে সর্বশান্ত এই মানুষগুলির সারা পেয়ে তার শিক্ষা প্রতিষ্ঠান করার স্বপ্ন পুরণের অঙ্গিকার প্রতিষ্ঠা করেন। তার মহতি উদ্যেগে সারাদিয়ে হারাগাছের শিল্পপতিরা তার সাথে একমত হয়ে কাজ করা শুরু করেন। একপর্যায়ে ধিরে ধিরে তিনি মসজিদ মাদ্রাসা প্রাইমারি ও উচ্চ মাধ্যমিক স্কুল সাথে ইসলামিক পাঠাগার প্রতিষ্ঠা করেন। গুণি এই শিক্ষকের ছত্র ছায়ায় অনেক ছাত্র ছাত্রী শিক্ষার আলো নিয়ে দেশে ও দেশের বাইরে সুনামের সহিত দেশের ও ধর্মের সেবায় কাছ করে যাচ্ছেন।গুণি এই শিক্ষকের মৃত্যুতে অনেক সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।বিকাল ৫ টায় আঠারোদোন ইদগা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে স্থানীয় কবর স্থানে দাফণ কার্য সপন্ন করা হয়।