অনলাইন ডেক্স.
কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে তাৎক্ষণিকভাবেই পাকিস্তান সেই অভিযোগঅস্বীকার করে। এরপর বেশ কয়েকদিন ধরে দুদেশের মধ্যে চলে পাল্টা যুদ্ধ ও হুমকি আসতে থাকে। হামলা পাল্টা হামলার হামলার আশঙ্কাঅবশ্যই খুব বেশি দীর্ঘায়িত হয়নি। হুট করেই হামলা করে বসে ভারত। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। দুদেশের মধ্যে শুরু হয় তুমুল হামলা পাল্টা হামলা। ভারত পাকিস্তান দুদেশেই পাল্টাপাল্টি অভিযোগ করে জানায়, তাদের হামলায় শত্রুপক্ষের সৈন্য মারাযাওয়ার খবর। তবে সে সময় কেউই বিষয়টি নিয়ে মুখ খুলেনি। কিন্তু যুদ্ধবিরোতির পর কত সৈন্য হারিয়েছে সেটি প্রকাশ করেছে ভারত। শনিবার নয়া দিল্লিতে এক ব্রিফিং এ দেশটির সেনাবাহিনী বলেছে তারা সশস্ত্র বাহিনীর পাঁচজন সহকর্মীকে হারিয়েছেন। তাদের আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। ভারতের সেনাবাহিনীর দাবিগত ৭ মে থেকে ১০ মে পর্যন্ত দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর কামানের গোলা ও আগ্নি অস্ত্রের গুলিতে পাকিস্তানী অন্তত ৩৫ থেকে ৪০ সেনা সদস্য নিহত হয়েছেন। গত ৭ মে অপারেশন সিদুরের অংশ হিসেবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃতকাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী। পেহেলগামে বন্দুকধারীদের হামলার জবাবে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ওইদিন অপারেশন সিদুর শুরু করে ভারতীয় বাহিনী। এরপর পাকিস্তান ও ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টাহামলা চালায়।