সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ পোশাক তৈরী ও ক্ষুদ্র ব্যবসা অনলাইন মার্কেটিং বিষয়ক কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান উপজেলা সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. খাইরুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জামাল উদ্দিন, ট্রেইনার সেলিনা খানম পান্না, উদ্যোক্তা মো. ইয়াকুব, বাবলা তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের খোরশেদুল আলম প্রমুখ। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।