আকাশ দাশ সৈকত
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আঙ্গুলে চোট পেয়েছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। তাইতো শঙ্কা জেগেছে ষিরিজের বাকি দুই ম্যাচ নিয়ে।
ঘটনা ঘটে আফগানিস্তানের ইনিংসের ৪৯ তম ওভারে । মোস্তাফিজুর রানের করা ওই ওভারের একটা বল তালুবন্ধি করতে গিয়ে হাতে চোট পান মুশফিকুর রহিম। ফলে শঙ্কা জেগেছে সিরিজের বাকিটা দুই ম্যাচ নিয়ে এমনটি আফগানিস্তান সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেও শঙ্কা আছে এই উইকেট কিপারকে নিয়ে। তবে ইতোমধ্যেই আঙুলে পরীক্ষা করিয়েছেন মুশফিক, তবে সেই রিপোর্ট এখনও আসেনি। চোটের কারণে সিরিজের পরের দুই ম্যাচে মুশফিক নাও খেলতে পারেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
সূত্র বলেছে, 'আঙুলে চিড় হয়েছে বলে এখনো সাসপেক্ট করা হচ্ছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। পরীক্ষার ফলাফল দেখে এই ব্যাপারে মেডিক্যাল টিম জানাবে। তবে চোট কিছুটা গুরুতর।'
সূত্রটি আরো বলেছে, 'মুশফিকের আংগুল ফুলে আছে, মনে হচ্ছে গুরুতর। রিপোর্টের ওপর সব নির্ভর করছে, তবে মনে হচ্ছে সিরিজ শেষ! চোট গুরুতর হলে ৩/৪ সপ্তাহ লেগে যেতে পারে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টও ঝুঁকিতে আছেন তিনি।'