মানিকগঞ্জ প্রতিনিধি
গণঅধিকার পরিষদ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৩৬টি আসনে তাদের প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ঘোষিত তালিকায় মানিকগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ইলিয়াছ হোসাইন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর পল্টনে জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।
ইলিয়াস হোসাইন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি গণঅধিকার পরিষদের একজন সক্রিয় সংগঠক হিসেবে এলাকায় পরিচিত। দলীয় সূত্রে জানা গেছে, তার জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও মাঠ পর্যায়ে কাজের জন্য তাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইলিয়াস হোসাইন বলেন, "মানিকগঞ্জ-১ আসনের মানুষের সেবায় কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ সমাজকে সাথে নিয়ে একটি জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। জনগণ পরিবর্তন চায়, আমি সেই পরিবর্তনের প্রতিনিধি হতে চাই।"
তিনি আরও বলেন, "এই আসনের প্রধান সমস্যা মানুষের জীবনমানের উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা। আমি নির্বাচিত হলে এসব বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।"