জনপ্রিয়

মাওলানা হামিদ খান ভাষানীর স্মরণে ১১ তম বার্ষিকী ওরস অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে মুর্শিদ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর স্মরণে মোঃ ফটিক আলী ফকিরের ১১ তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই ফেব্রুয়ারি এনায়েতপুর গোপালপুর ভাঙ্গায়,হাট পাচিল বাজারে ফটিক পাগলার ওরশ অনুষ্ঠিত হয়। এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা হামিদ খান ভাষানীর জ্যৈষ্ঠ কন্যা মোছাঃ রিজিয়া ভাষানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাষনীর সুযোগ্য নাতী মোঃ হানিফ ভাষানী। এসময় আরো উপস্থিত ছিলেন, সৈয়দ ইরফানুল বারী ও প্রফেসর মোহাম্মদ হোসেন এবং সাংবাদিকসহ গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এসময় প্রফেসর মোহাম্মদ আলী বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী বলেছেনঃ সমাজে মানুষের কোন ভেদাভেদ নেই, দুঃস্থ্য মানবতার সেবায় মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। এসময় আরো বক্তব্য রাখেন, ভাষানী আদর্শ পরিষদের সাধারণ সম্পাদক চৈতী বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী আফ্রো-এশিয়া, ল্যাটিন আমরিকাসহ সারা বিশ্বের নির্যাতিত,নিপীড়িত, শোষিত,বঞ্চিত, অধিকার হারা গণমানুষের মুক্তিকামী নেতা ছিলেন। তার মত নিঃস্বার্থ দেশপ্রেমিক জননেতা আর হবেনা। পরিশেষে দিনব্যাপী ওরসের কার্যক্রম শেষ করে গ্রামবাসীর মাঝে তাবারক বিলিয়ে দেয়া হয়, এবং বাউল দের নিয়ে গান বাজনা মধ্যে দিয়ে এই ওরস শরীফ শেষ করা হয়।

  • মাওলানা হামিদ খান ভাষানীর স্মরণে ১১ তম বার্ষিকী ওরস অনুষ্ঠান অনুষ্ঠিত