মুহাম্মদ এরশাদুল ইসলাম
পরিষ্কারের ডাক আসুক নতুন ভোরে,ময়লা জমানো আর নয়, নতুন পথে যাত্রা করি সবে।যেখানে ধুলো জমেছে, সেখানে ফুল ফুটুক,পরিষ্কারের হাতছানিতে শহরটা হাসুক।এক হয়ে চলি আমরা, ময়লা ফেলে দূরে সবুজের স্বপ্ন আঁকি, নির্মল আকাশ ঘিরে।পরিষ্কার মন, পরিষ্কার দেশ,এই হোক আমাদের ধরি!
বিডি ক্লিন-ঢাকা (উত্তর) এর আওতাধীন ১২ নং জোনের সদস্যরা।এরই ধারাবাহিক চর্চায় ২২শে নভেম্বর (শুক্রবার) মাই টিভি ভবন হাতিঝিল গার্ডেন ও এর আশেপাশ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং স্থানীয়দের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
পরিশেষে নাস্তা ও চায়ের আড্ডার মধ্য দিয়ে ইভেন্টের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।