ঝিনাইদহ প্রতিনিধি
শনিবার বিকেলে ঝিনাইদহের মহেশপুরের কাজীরবেড় ইউনিয়নের সামন্তায় আওয়ামী লীগ কর্মী মৃত্যুর ঘটনায় জামায়াতের নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়ায় সামন্তা আলিয়া মাদ্রাসার মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে আলমগীর হোসেন কবিরের সঞ্চালনায় ও কাজীরবেড় ইউনিয়ন আমীর মহিউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক ফারুক আহমেদ, উপজেলা সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশ, পৌর আমীর নওফেল হোসেন, নাটিমা ইউনিয়ন আমীর ফকির আহমেদ, বাশবাড়ীয়া ইউনিয়ন আমীর জুলফিকার আলী, শ্যামকুড় ইউনিয়ন আমীর মাওলানা বেলায়েত হোসেন, উলামা বিভাগের সভাপতি হাসাদাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আক্তারুজ্জামান, শিবিরের থানা সভাপতি আবু হানিফ, পৌর সভাপতি রাকিবুল হাসান বাচ্চু প্রমুখ সহ মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকা আশা জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে মৃত জাফর আলী আওয়ামী লীগের কর্মী ছিলেন। তার খালাতো ভাই আব্বাস আলীর সাথে গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব ছিল। গত ২০ শে মার্চ আনুমানিক রাত ১০ টার সময় গ্রাম্য শালিষে হাতাহাতি হয় এবং সেখানে জাফর আলী মাটিতে পড়ে গিয়ে মৃত্যু বরণ করেন। বিএনপি নেতাদের ইন্ধনে প্রকৃত ঘটনার সাথে জড়িত চার জন ছাড়াও জামায়াতের ৯জনসহ মোট ১৩ জনের নামে মামলা দায়ের করে।
বক্তারা সমাবেশে জামায়াতের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেন।