সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার (১৯মার্চ) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার পাঁচ নং ওয়াগগা ইউনিয়ন এর শীলছড়ি এলাকায় একশত জন গ্রামীন মহিলা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার অধীনে তথ্য প্রকল্প এর আওতায় তথ্য কেন্দ্র কাপ্তাই এই উঠান বৈঠক আয়োজন করেন। ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে শীর্ষকে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা সভাপতিত্বে উক্ত সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা,কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা এনামুল হক হাজারী,কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ ও ৫নং ওয়াগগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজিত তংচংগ্যা এবং ৫নং ওয়াগগা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়াড ইউপি সদস্য মো সরোয়ার সহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। উক্তউঠান বৈঠকে নারীদের হাঁস মুরগি পালন এবং মাশরুম চাষে উদ্যোগে হাওয়া এবং সরকারি বিভিন্ন বিষয় ও জন্ম মৃত্যু নিবন্ধন বাল্যবিবাহ নিয়ে আলোচনা করা হয়।