সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
গত সপ্তাহ আগের সপ্তাহ থেকে ভোলায় কয়েকদিন ধরে দিনে গরম রাতে শীত অনূভুতি হয় বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আর এমন আবহাওয়ার বিরূপ প্রভাবে দেড় মাস থেকে শুরু করে ছোট শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে নিউমোনিয়া এবং ঠান্ডা জনিত রোগ। ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রিপোর্ট অনুযায়ী গত ৪০দিনে আক্রান্ত হয়েছে সাতশ জন। মৃত্যু হয়েছে ছয়জনের। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ৯৫ জন। আর এর সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন। যার কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।এছাড়াও নার্সের সংখ্যাও খুবই কম। তাই এরজন্য দ্রুত একটা ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানান অভিভাবকরা।