লেখক: বিপ্লব মজুমদার
ভালোবাসা শব্দটির অর্থ হচ্ছে প্রীতি, পছন্দ, অনুরাগ।সংসারে পিতার প্রতি সন্তানের যে অনুরাগ সেটা যেমন ভালোবাসা তেমনি বৃদ্ধ দাদুর প্রতি নাতির যে প্রীতি সেটাও ভালোবাসা। আবার স্বামীর প্রতি স্ত্রীর কিংবা কোন যুবতীর প্রতি যুবকের যে সাধারণ প্রীতিবোধ সেটাও ভালোবাসা।
বর্তমানে ভালোবাসার যে বহুত্ববাদ সেটার চমৎকারিত্ব উবে গিয়ে ভুট হয়ে কূট হয়ে জেঁকে বসেছে মানব সভ্যতার অনাদি ইতিহাসে। সোজা কথায় বলতে গেলে ভালোবাসার আশাখানা ভেসে গিয়ে হেসে হেসে মরছে আর পেটে খিল লেগে ধরছে বারবার।মোদ্দা কথা হলো ভালোবাসা আজ তারুণ্যের অসংযত অসংগত আকর্ষণে পরিণত হয়েছে।
ভালোবাসা হলো অন্তরের প্রকৃত সৌন্দর্য। যেখানে মান থাকবে, রাগ থাকবে,অভিমান থাকবে, কর্তব্য থাকবে এবং কৃতিত্ব থাকবে। সর্বোপরি আদর্শের একটা মাপকাঠি থাকবে। রূপের সৌন্দর্যে শুধু ভালোবাসা হয় না। ভালোবাসা হয় অন্তরের আন্তরিকতায়।
ভালোবাসা দিবসখানা শুধু ফুল নিয়ে পছন্দের প্রিয়তমা প্রিয়তমকে দেওয়া নয়। অসহায় পথশিশু, বৃদ্ধ গুরুজন কিংবা পিতা মাতা কেও ভালোবাসা জানানোর জন্যেও বটে।
মানুষের সাথে মানুষের ব্যবহার কীরূপ হওয়া উচিত -এটাও ভালোবাসারই অংশ। শুধু কি তাই -ধর্ম এবং কর্ম দুটোই ভালোবাসারই অংশ। ভালোবাসায় কোনো রাগ থাকতে পারে না। ভালোবাসায় কোনো শত্রুতা, কোনো কষ্ট কিংবা বেদনা থাকতে পারে না। সুতরাং ভালোবাসা একটি বৃহৎ অর্জন।
বর্তমানে ভালোবাসার যে ক্লিন্ন ব্যবচ্ছেদ সেটা আমাদের চারপাশে তাকালেই বোঝা যাচ্ছে। যেনো ভাগাড়ে পড়ে থাকা কাকে খাবলানো কোনো মৃত জন্তুর মতন।
সম্পর্কের বিচারে যদি ভালোবাসাকে বিবেচনা করতে চাই তাইলে সম্পর্ক গড়ার আগে এটা ভাবা উচিত কোন সম্পর্ক কাঁদাবে আর কোনটি কাঁদাবে না। কিন্তু আমরা করি তার উল্টো। এত ভাবনার সময়টা কই!! চেহারা যেখানে আকর্ষণীয় সম্পর্ক সেখানেই বর্ণনীয়।
ভালোবাসা কেবল মজার জন্য মজে যাওয়া নয়। ভালোবাসা হচ্ছে সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কার। যেটাকে আঁকড়ে ধরে মানুষ বাঁচে, মানুষ হাসে,মানুষ স্বপ্নের সৌন্দর্যে ভাসে।
সম্পর্কের ভালোবাসা শুধু দর্শকের চোখেই সুন্দর হয়ে ওঠে। ধর্ষকের চোখে নয় কিন্তু। আশা যেখানে ক্ষীণ হয়ে যায় ভালোবাসা সেখানে পথ দেখায়। শুধু একখানা গোলাপে ভালোবাসা সীমাবদ্ধ নয়। দামী খাবার আর দামী গিফট দিলেই ভালোবাসা উপচে পড়বে এমনটি নয়। অর্থের মাপকাঠিতে, চেহারার চমৎকারিত্বে ভালোবাসা পরিমাপ করার অর্থই হলো ভালোবাসার প্রকৃত সৌন্দর্যকে অস্বীকার করা।
কর্তব্যের সাথে কর্মের,দায়িত্বের সাথে দায়বোধের এবং মানুষের সাথে মানবিকতার মেলবন্ধনই হলো ভালোবাসা। ভালোবাসা হলো বৃহত্তরের আশা আর বেঁচে থাকার আস্থা। এটা ক্ষুদ্র মোহের অনুশোচনা নয়।যদি ভালোবাসা ক্ষনিকের মোহ হয় তাহলে ভালোবাসার ভবিষ্যত ভাসমানই হবে।