আকাশ দাশ সৈকত
চোটের কারণে ঘরের মাঠে সফরকারী ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউড ।
পার্থে সিরিজের প্রথম টেস্টে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা। সেই হারের পর এবার নতুন দুঃসংবাদ দলটির শিবিরে। চোটের কারণে সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে আর মাঠে নামা হচ্ছে না এই তারকা পেসার জশ হ্যাজলউডের । এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া । তারা জানায় ‘লো গ্রেড লেফট সাইড’ চোটে ছিটকে গেছেন হ্যাজেলউড। যদিও কীভাবে তিনি চোট পেয়েছেন তা বিস্তারিত জানায়নি তারা। অ্যাডিলেড টেস্টে না খেলা হলেও দলের সঙ্গেই থাকবেন হ্যাজেলউড।
এইদিকে হ্যাজলউডের বদলি হিসেবে দুই পেসার শন অ্যাবট এবং ব্রেডান ডাগেট দলে অন্তর্ভুক্ত করেছেন অস্ট্রেলিয়া । তবে আগেও অস্ট্রেলিয়ার দল টেস্ট দলে এই দুই ক্রিকেটার দলে থাকলেও কারো অভিষেক ঘটেনি । এছাড়া চতুর্থ পেসার হিসেবে আগে থেকে দলের সাথে আছেন স্কট বোল্যান্ড।