আকাশ দাশ সৈকত
বর্তমান ক্লাব দল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নাকি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কোন দলের কোচ হতে আগ্রহী ইতালিয়ান কার্লো আনচেলত্তি? এইবার গণমাধ্যমকে জানিয়েছেন আনচেলত্তি নিজেই তবে তার জন্য অপেক্ষা করতে বলেছেন লা লিগার শেষ পর্যন্ত।
রিয়াল মাদ্রিদের সাথে সমস্থ সম্পর্ক শেষ করে ব্রাজিল জাতীয় দলে ফিরে যাচ্ছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি গুঞ্জন উঠেছে এই সময়ের সেরা কোচকে নিয়ে। অন্যদিকে সব গুঞ্জন উড়িয়ে আনচেলত্তি রিয়ালে থাকছে এমন খবর ও কম প্রকাশ হয়নি, তবে রিয়ার মাদ্রিদ আর সিবিএফের সাথে এইবার নিজের ভবিষ্যত নিয়ে কথা বললেন আনচেলত্তি।
লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শনিবার সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে আনচেলত্তি দিয়েছেন স্পষ্ট জবাব।
“আমি খুব ভালোভাবেই জানি যে আমি কী করছি, আমাকে কী করতে হবে, আমি কী করতে যাচ্ছি। এটাও জানি, আজ আমার ভবিষ্যৎ নিয়ে কোনো কথা হচ্ছে না। আমি জানি আমি আজ আপনাদের হতাশ করছি, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না।”
আনচেলত্তি অবশ্য বললেন, তার চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষায় থাকতে হবে আরও। “আমি স্পষ্ট করে যা বলতে পারি তা হল আমি আমার ক্লাব, আমার খেলোয়াড় এবং আমার ভক্তদের খুব ভালোবাসি। আমি ২৫ মে আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এর আগে নয়।”
উল্লেখ্য, ব্রাজিল জাতীয় দলের পরবর্তী ম্যাচ আগামী জুনে। এর আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় সিবিএফ। অন্যদিকে রিয়াল মাদ্রিদের সাথে আনচেলত্তির চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে শর্ত অনুযায়ী তিনি যদি এর আগে ক্লাব ছাড়েন তাহলে এক মৌসুমের বোনাস দিতে হবে এই ইতালিয়ানকে