সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১১/৮/২৪/ ইং রোজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০১৬ এবং ২০২১ সালে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় দায়েরকৃত ৬৩টি মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন "মাজলুম উলামায়ে কেরাম " নামের একটি সংগঠনপর নেতৃবৃন্দ। উক্ত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম নবীনগর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম ফারুকীর সভাপতিত্বে শুরু হলে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া উম্মুল কুরা'র প্রিন্সিপাল মুফতি উবায়দুল মাদানী। এতে বলা হয় পতন হওয়া স্বৈরাচারী সরকার গত ১৬ বছর যাবৎ এদেশে অসংখ্য গণহত্যা চালিয়েছে। ২০১৬ এবং ২০২১ সালে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় দায়েরকৃত ৬৩টি মামলায় জেলার ৬৪ জন আলেম দীর্ঘদিন কারাভোগ করেছেন। এ সময় আইন-শৃংখলাবাহিনীর গুলিতে ১৬জন আলেম ও মাদরাসার ছাত্র শাহাদাত বরণ করেছেন। এতে আরও বলা হয়, উলামায়ে কেরামদের বিরুদ্ধে দায়েরকৃত ৬৩টি মামলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৫৬টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া থানায় একটি মামলা রয়েছে। অত্র সংগঠনে নেতৃবৃন্দ এসব মামলা সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ সময় ২০২১ সালে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করার দাবি এবং ২০২১ সালে চাকরিচ্যুত উলামায়ে কেরামদেরকে স্বপদে বহাল রাখার দাবি জানান। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার সাথে জড়িতরা যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান। এরপর দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহসহ সব শাহদাৎ বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মুফতি আবদুল হক, মুফতি যাকারিয়া, মাওলানা নিয়ামুল করিম, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আমানুল হক, মাওলানা খন্দকার ইসলাম সহ আরও অনেকেই।