সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সরাইল উপজেলার ধরন্তী ও পাকশিমুল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আতাউর রহমানের ছেলে সুলতান (২৪) ও সরাইলের পাকশিমুল ইউনিয়নের লোপাড়া গ্রামের আক্তার মিয়ার ছেলে মোঃ মিস্টার মিয়া (১৪)। সরাইল থানার পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে নাসিরনগর থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি যোগে বিশ্বরোড যাচ্ছিল। পথিমধ্যে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তী এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা সুলতান নামের এক যাত্রী নিহত হন আর অপর ৪জন যাত্রী আহত হয়। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ও আহতদের হাসপাতালে পাঠায়। পরে সরাইল থানা পুলিশ এসে রাস্তার যানজট নিরসনে স্বাভাবিক করে। তথ্য সূত্রে জানা যায়, তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন একটি হোটেলের কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এদিকে পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর চান্দের হাটি এলাকায় ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে মিস্টার মিয়ার নামের এক কিশোর নিহত হয়। তবে কিভাবে এ ঘটনা ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে। এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক্টরগুলোকে আটক করা হলেও চালকরা পালিয়ে গেছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে সদর উপজেলার কোড্ডা এলাকায় সিএনজি ও ব্যাটারি চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবুল কালাম আজাদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারিগরি প্রশিক্ষণ অফিসের প্রশিক্ষক জিয়াউর রহমানসহ আরও চারজন আহত হলে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা কর্মসংস্থান অফিস সূত্রে জানা যায়, বিকেলে একটি মিটিং শেষে আবুল কালাম আজাদ প্রশিক্ষক জিয়াউর রহমান কে নিয়ে আখাউড়ায় যান। সেখান থেকে ফেরার পথে কোড্ডা এলাকায় সিএনজি ও ব্যাটারি চালিত অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষ হলে মোট পাঁচজন আহত হলে তাদেরকে জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে চিকিৎসক তাৎক্ষণিকভাবে আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার কর্মকর্তা আসলাম হোসেন জানান , নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় উভয় রিক্সাকে আটক করা হয়েছে। দুই চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।