সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: গত পহেলা রমজান থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে ন্যায্য মূল্যে রমজানের পণ্যসামগ্রী বিক্রি শুরু হয়ে এখনও চলছে। এতে রমাদ্বান মাসব্যাপী পাঁচ ধরণের পণ্য যথা: তেল, চিনি, ডাল, বুট ও পেঁয়াজ ন্যায্য মূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান বাজারে পেঁয়াজের কেজি ৮০ টাকা, চিনি ১৩০ টাকা, সয়াবিন তেল ১৬০ টাকা, বুট ১১৫ টাকা, খেসারী ডাল ১৩০ টাকা বিক্রি হচ্ছে। কিন্তু এখানে সাধারণ মানুষের প্রতি খেয়াল করে পেঁয়াজ ৫০ টাকা, চিনি ১০০ টাকা, সয়াবিন তেল ১২০ টাকা লিটার, বুট ৮০ টাকা, খেসারী ডাল ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন বলেন, রমজানের প্রথম দিন থেকে রমজানের পণ্যসামগ্রী বিক্রি শুরু করেছি। ৫০০ কেজি পেঁয়াজ, ৫০০ লিটার তেল, ৮০০ কেজি বুট, ১০০০ কেজি ডাল ও ১০০০ কেজি চিনি এনেছি। মাসব্যাপী আমরা এই কর্মসূচি চালিয়ে যেতে চাই। মানুষের কাছ থেকে সাড়া মিলছে। মাত্র ৪১০ টাকায় ১ কেজি বুট, চিনি, ডাল, ও এক লিটার তেল কিনতে পারছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতরেই এ সব বিক্রি করা হচ্ছে। এ সময় মাহবুবুল আলম চৌধুরী , অ্যাডভোকেট লোকমান হোসেন, বাহারুল ইসলাম মোল্লা, সৈয়দ মিজানুর রেজা, সাংবাদিক বিশ্বজিৎ পাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।