জনপ্রিয়

ব্রাক ব্যাংকের এজেন্ট আশরাফ উদ্দিন এর মৃত্যুতে শোকাহত মিরশরাই

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

ফেনীর প্রতিবেদক.

বাংলাদেশের সর্বোত্তম ব্যাংক ব্রাক। সেই ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর মাস্টার এজেন্ট ছিলেন আশরাফ উদ্দিন। তিনি গত সোমবার ১৩ তারিখ নিজ কর্মস্থল ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ভারাইহাট আউটলেটে বিকেল ৩টায় মৃত্যু বরণ করেন। এ-ই ঘটনাস্থলে জানানো হয় যে, তার হৃদযন্ত্রে ক্রীড়া বন্ধ হয়ে মৃত্যু হয়। তার এই তরুণ বয়সে মৃত্যু হওয়ায় সাবেদর রহমান সুমন সাহেব, জোষ্ঠ পূত্র এবং অন্যান্য আত্মীয় স্বজন সময়জ্ঞাপনা জ্বপন করে। ১৪ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে শান্তি হাট মাদ্রাসার মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। আর সেই নামাজে অংশ নেন অনেক মানুষ, ব্যবসায়ী। তারা কেউই মেনে নিতে পারাচ্ছেনা তার এই অকাল মৃত্যু এবং তার এই তরুণ বয়সের মৃত্যুতে নেমে এসেছে মিরাশরাইতে শোকের ছায়া। সবাই মাগফেরাত কামনা করেন।

  • এজেন্ট এর মৃত্যুতে শোকাহত মিরশরাই