নিজস্ব প্রতিবেক
নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হুমায়ুন কবির নামে এক ছাত্র ছাত্রদল কর্মী। শনিবার রাতে সদর উপজেলার পাঁচতনায় এ ঘটনায় নিহত হয় হুমায়ুন কবির। হুমায়ুন কবির মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য। স্বজনরা জানান এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় তাকে ডেকে নেয় কয়েকজন এরপর গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে হুমায়ুনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেড়ে এ হত্যাকাণ্ড। হুমায়ুনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। চিকিৎসক জানান-‘একটা গুলি ছিল বুকের নিচের অংশে আরেকটা গুলি ছিল মাথার পিছনের দিকে আর তাকে পরীক্ষা-নিরীক্ষা করে আমরা ব্রড ডেড অবস্থায় পাই।’ পুলিশ জানায় এ বিষয়ে তদন্ত চলছে।