নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর এলাকায় অবস্থিত বেলকুচি মডেল ডিগ্রি কলেজের নবনিযুক্ত গভর্ণিং বডির সভাপতি হলেন বেলকুচি পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হাফিজুর রহমান, (সোমবার ১২ ফেব্রুয়ারি) ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে,(ভারপ্রাপ্ত) জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক ফাহমিদা সুলতানা চিঠির মাধ্যমে নবনিযুক্ত গভর্ণিং বডির মেয়াদকাল ১২-৯-২০২৪ সাল পযন্ত বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সভাপতির দায়িত্ব নিযুক্ত করা হয়েছে বেলকুচি পৌর কাউন্সিলর হাফিজুর রহমানকে। ২০০৯ সাল থেকে একটানা ১৪ বছর বেলকুচি মডেল ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামানিক, ৭ জানুয়ারি ২০২৩ সালে আব্দুল মজিদ প্রামাণিক তিনি মৃত্যু বরণ করেন,এর পর ২৭-৩-২০২৩ সালে খন্ডকালীন গভর্ণিং বডির সভাপতি দায়িত্ব পালন করেন বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা, নবনিযুক্ত গভর্ণিং বডির সভাপতির বিষয় জানতে চাইলে, বেলকুচি মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার তিনি জানান (সোমবার ১২ ফেব্রুয়ারি) বিকালে ভাইস চ্যান্সেলর মহোদয়ের স্বাক্ষরিত নবনিযুক্ত সভাপতির চিঠি পাইছি,এখন পর্যন্ত নতুন সভাপতি দায়িত্ব বুঝে নেয়নি, যেকোনো সময় তার দায়িত্ব বুঝেনিবেন।