আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রনী ভূমিকা পালনকারী কবি, সাহিত্যিক,চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক যাদেরকে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী রাতের অন্ধকারে হত্যা করে মিরপুরের বদ্ধভূমি পুতে সেই বীর শহীদদের স্মরণে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমীন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোফাখ্খারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আছাদ আলী সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক প্রমুখ।