রাসেল তালুকদার, স্টাফ রিপোটার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূ'রা সদস্য অধ্যক্ষ মাওলানা শাহীনূর আলম ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক গণসমাবেশে ন্যায়বিচারের দাবি জানান। তিনি বলেন, "বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর আমাদের ভাইদের নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়, আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা এর দ্রুত বিচার চাই।" আজ শুক্রবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলাধীন ধুকুরিয়াবেড়া ইউনিয়নের আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আমীর মাওলানা ছানোয়ার হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি আবুল হাসনাত মঞ্জুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূ'রা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হাশেম সরকারসহ জামায়াতের অন্যান্য নেতা-কর্মী। জেলা নায়েবে আমীর আলী আলম তার বক্তব্যে ছাত্র আন্দোলনের স্বার্থ রক্ষা এবং ফ্যাসিস্ট ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।