আল-আমিন হোসেন, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ভলান্টিয়ার ফোরাম এর আয়োজনে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচের আয়োজনে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। 'যদি করি রক্তদান,বাঁচবে একটি নতুন প্রাণ, ও ৭১,২৪ রক্তে রাঙা বিজয়, স্লোগান সামনে রেখে মহান বিজয় দিবসে ১৯৭১ ও ২০২৪ এর শহীদের স্মরণে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
১৬ ই ডিসেম্বর ২০২৪ ইং রোজ সোমবার সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় ৩ দিন ব্যাপী বিজয় মেলার ২য় দিন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি প্রতিনিধি মুসা হাসেমীর উপস্থিত হয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি প্রতিনিধি ও ২০১৬ ব্যাচের ছাত্র ইকবাল এইচ রিপন,১৬ ব্যাচের ছাত্র আলিফ হাসান,১৬ ব্যাচের ছাত্র আরিফ সহ বাংলাদেশ ভলান্টিয়ার ফোরামের সদস্যরা।
এ সময় মেলায় ঘুরতে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত হয়ে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন।
বাংলাদেশ ভলান্টিয়ার ফোরামে সদস্যরা বলেন, অনেকেই আছেন নিজের রক্তের গ্রুপ কী জানে না। বিশেষ করে সাধারণ মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই রক্তের গ্রুপ নির্ণয় ও তাদের রক্তদানে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।