বরগুনা বেতাগী প্রতিনিধি
বরগুনা জেলার বেতাগী ঢাকাস্থ ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫মার্চ) ঢাকা ইউমেসন ভলান্টারী এ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে বেতাগী ঢাকাস্থ ফোরামের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বরগুনা ফোরামের সভাপতি ডাঃ মোঃ সুলতান আহম্মেদ( সংসদ পদ প্রার্থী) বরগুনা ২ আসন।
প্রধান অতিথি মোঃ শাহজাহান মিয়া
প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
বেতাগী ফোরামের সভাপতি ডা.মুহিব্বুল্লাহ্ শাহিন
সহ ঢাকাস্থ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এসময় প্রধান আলোচক ডাঃ সুলতান আহমেদ বলেন শাহজাদা আব্দুল মালেক খান এর পরে বেতাগীতে কেহ সংসদ সদস্য হতে পারে নাই, বেতাগী বাসি সর্ব বিষয়ে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিল । এখন সময় সুযোগ এসেছে তাই সবাইকে ঐক্য হয়ে দলমত নির্বিশেষে জামায়াত ইসলামী কে ভোট দিয়ে বেতাগী বাসির মনের আশা পূরণ করা সম্ভব। বেতাগী থেকে ৭০% ভোট পেলে জামায়াত ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ।
ডা. মহিবুল্লাহ শাহিন বলেন
দীর্ঘদিন যাবৎ আমরা নিপীড়িত নির্যাতিত ছিলাম এখন সময় এসেছে আমাদের জেগে ওঠার আমরা বেতাগী বাসি মহল্লায় গ্রামে ঘরে ঘরে সাধারণ মানুষের মুখে এখন একই আওয়াজ শুনতে পাই বাংলাদেশ জামায়াত ইসলামী বিজয় হবে আমরা তাদেরকেই দেখতে চাই। দীর্ঘদিন যাবত আমরা বড় বড় রাজনৈতিক দল দেখেছি এখন আমরা ইসলামীক রাজনৈতিক দল দেখতে চাই বেতাগী বাসি জামায়াত ইসলামী ছারা কোন বিকল্প নাই।এ সময় আরো গণ্যমান্য ব্যক্তিগণ বিশেষ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।