মুহাম্মদ এরশাদুল ইসলাম:
বরগুনার বেতাগীতে মহান ২১ শে ফ্রেরুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস‘২০২৫ উদযাপিত হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে শহীদ দিবস উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর নেতৃত্বে উপজেলার প্রাণকেন্দ্র পৌরশহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিতকরণ, প্রভাত ফেরী, সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও শহীদদের স্মরণে দোয়ার মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
শুক্রবার (২১ ফ্রেরুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনায় অংশ নেন, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী, বেতাগী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজর অধ্যক্ষ মো: শাহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, বেতাগী পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওয়াহিদুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মো: তুরান, উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাসুম বিল্লাাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস.এম নুরুল ইসলাম পান্না, উপজেলা জামাতের সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
তাছাড়াও বেতাগী পৌরসভা, বেতাগী থানা, বেতাগী সরকারি কলেজ, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের পক্ষে স্থানীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।