জনপ্রিয়

বেতাগীর গড়িয়াবুনিয়ায় ভাঙা সেতুতে জনদুর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 11 months ago

সংবাদদাতা: মুহাম্মদ এরশাদুল ইসলাম

সংলগ্ন গড়িয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার জানায়,‘ সেতু দিয়ে পার হওয়ার সময় অনেক ভয়ভয় করে।’
বিবিচিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি সেতুটি দ্রুত সংস্কারের। সংশ্লিষ্ট দপ্তরে জানালেও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না।

বেতাগী উপজেলা প্রকৌশলী রাইসুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের দুর্ভোগ লাঘবে ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় এ সেতুটি নির্মাণের ইতোমধ্যে নকঁশা করে পাঠানো হয়েছে। প্রকল্পের অর্থ বরাদ্দ এলে কাজ শুরু করা হবে।

  • বেতাগীর গড়িয়াবুনিয়ায় ভাঙা সেতুতে জনদুর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ