মুহাম্মদ এরশাদুল ইসলাম
বরগুনার বেতাগীতে ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনের জন্য এবং ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি জানিয়ে আন্দোলন করছে ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলনের ৩য় বর্ষের ৩৫০ জন শিক্ষার্থীরা।
সোমবার (২১ আক্টেবর ) দুপুরে বেতাগী প্রেসক্লাবের সম্মুখে জড়ো হয়ে অবস্থান নেয় ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময়ে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মো: সাগর, মো: ছগির হোসেন, বাসু দেব, ননী গোপাল, তামান্না আক্তার, মনিরা আক্তার, চপালা রানী, সুচিত্রা, ফাতিমা আক্তার ও সুখি আক্তার।
অবস্থানের এক পর্যায় ‘এক দফা এক দাবি, প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল অটো পাস চাই’-এ শ্লোগান তোলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সে অধ্যায়নরত ১৫০ জন ছাত্র ও ২০০ জন ছাত্রীদের বেশিভাগই নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। জীবিকার তাগিদে পড়ালেখার পাশাপাশি অনেকেই কর্ম করেন। পরীক্ষায় অংশগ্রহনের জন্য অনেক সময় চাকুরিও ছেড়ে দিয়ে আসতে হয়।
এসব শিক্ষার্থীরা কর্মব্যস্ত থাকায় তাদের একাডেমিক কার্যক্রমে প্রভাব পড়ছে। দেশে করোনা মহামারি, রাজনৈতিক অস্থিরতা, কোটা আন্দোলন হয়েছে। এরই মাঝে বন্যা পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় ধরে পড়াশোনার বাইরে থাকায় তাদের শিক্ষাজীবনে ক্ষতিকর প্রভাব পড়বে বলে মনে করেন স্থানীয় শিক্ষানুরাগীরা।