মুহাম্মদ এরশাদুল ইসলাম
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) বা জরায়ু মুখ ক্যানসারের টিকা নেওয়ায় অর্ধ শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে ছেড়ে দেয়া হয়েছে। সারাদেশের মতো বেতাগী মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়েও গত ২৭ শে অক্টোবর (রবিবার) এই টিকা দেওয়া হয় তখন থেকে শুরু করে ২৮ শে অক্টোবর (সোমবার) পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।