সিলেট সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের ইয়াসিন আলী'র পুত্র ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুনেদ আলীসহ সিলেট বিভাগের ৪১ জন আওয়ামীলীগের নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ২৮ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় (জি. আর. ৪৭৬/২০২৪) মামলাটি করেন সিলেটের কাজিটুলার বাসিন্দা নিরব মিয়া (৩৪)। মামলায় সিলেট-৩ আসনের সাবেক সংসদ-সদস্য ও জেলা আওয়ামী লীগ সদস্য হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরি ২নং আসামী, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল ৩নং আসামী ও সুনামগঞ্জের সাবেক এমপি রঞ্জিত সরকারকে ৪নং আসামী করা হয়েছে।মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিয়াউল হক বলেন, বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩/৪ ধারায় মামলাটি এফআইআর করা হয়েছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ৪ আগস্ট সিলেট নগরীর ১৬ নং ওয়ার্ডের নয়াসড়ক মসজিদের ২য় তলায় উঠে আসামীরা বাদীকে আহত করে। নগরীর নয়াসড়ক এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে আসামিরা পিস্তল, দা, হকিস্টিকসহ অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে। অনেকেই আহত হন। তারা বাদীকে দা, রামদা ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ক্ষতবিক্ষত করে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সর্বত্র আতংক ছড়ায় ও ত্রাসের রাজত্ব কায়েম করে।