নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, সৌহার্দ্য
সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর আয়োজনে ৮মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।আজ (বৃহস্পতিবার) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নাসিরনগর সদর কুলিকুন্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের শুরুতে আলোচনা সভায় পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের সদস্য আশিকুল হক আফনান এর সঞ্চালনায় থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা বক্তব্য দেন সদস্য জুনাঈদ আহমেদ। আরও বক্তব্য রাখেন কুলিকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মাকসুদুল হক পাঠান। সহকারী শিক্ষক শেখ সামসুদ্দিন। শিক্ষক এটি এম আজিজ।পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রবিউল ভূইয়া বাঁধন, বাপ্পি আহমেদ, রাসেল মিয়া, জাকির হুসেন, রাকিব হাসান, ফাহিম আব্দুল্লাহ, হুজাইফা ইবনে সাদ সহ গ্রামের যুব সমাজ। অত্র সংগঠনের সদস্য জুনাইদ তার বক্তব্যে বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন জিনের কারণে থ্যালাসেমিয়া হয়। বাবা অথবা মা, কিংবা বাবা-মা উভয়েরই থ্যালাসেমিয়া জিন থাকলে বংশানুক্রমে এটি সন্তানের মধ্যে ছড়ায়। এইজন্য যুব সমাজকে বিয়ের আগে অবশ্যই ‘HB-Electrophoresis' নামক পরীক্ষা করার মাধ্যমে সচেতন থাকা যায়।প্রধান শিক্ষক মাকসুদুল হক পাঠান তার বক্তব্যে বলেন, এই প্রথম একটি ব্যাতিক্রমী সচেতনতামূলক আবার বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেয়া ক্যাম্পেইনের আয়োজন হয়েছে। উদ্যোগকে আমি অভিনন্দন জানাই। আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক দোয়া রইলো।