তানভীর হাসান শুভ, নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে এক পা বিশিষ্ট সন্তানের জন্ম নিয়ে চলছে নানা গুঞ্জন। বুধবার শহরময় এ নিয়ে চলে আলোচনার ঝড়। জানা গেছে, পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া গ্রামের মাহফিজুল ইসলামের গর্ভবতী স্ত্রী তছলিমাকে বিরামপুর মডার্ন ক্লিনিকে নেওয়া হয়। বুধবার বিকালে সাড়ে ৫টায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার যমজ সন্তানের জন্ম হয়। তাদের মধ্যে একটি মেয়েসন্তান এবং অপরটি প্রস্রাব ও পায়ুপথবিহীন এক পা বিশিষ্ট সন্তান। এই এক পা বিশিষ্ট সন্তান জন্ম নেওয়ার খবরে অনেকে শিশুটিকে দেখার জন্য ক্লিনিকে ভিড় করেন। ওই দম্পতির ৮ বছরের একটি ছেলে এবং ৫ বছরের একটি মেয়ে রয়েছে। সিজারিয়ান অপারেশন করা চিকিৎসক ডা. তাহেরা বেগম জানান, জেনেটিক্যাল সমস্যার কারণে জন্মগতভাবে শিশুটির ত্রুটি দেখা দিয়েছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হবে। অপারেশনের মাধ্যমে তার প্রস্রাব ও পায়ুপথ বের করা না গেলে তার বেঁচে থাকা সংকটের মধ্যে পড়তে পারে।