আকাশ দাশ সৈকত
আসন্ন বিপিএলে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাইতো সরাসরি চুক্তিতে চট্টগ্রাম কিংসের হয়ে দল পাওয়া সাকিবের বিকল্প খুঁজতে হচ্ছে চট্টগ্রাম কিংসকে।
আর মাত্র কয়েকদিন পর শুরু হবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। যার জন্য ইতিমধ্যেই নিজেদের দল গুছানো শুরু করেছে অংশ নেওয়া দলগুলো। তবে এইদিকে চট্টগ্রাম কিংসের হয়ে চুক্তিবদ্ধ হওয়া সাকিব আল হাসান সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে দেশে আসার কথা থাকলে নিরাপত্তার কারণে আর আসতে পারেনি। তাইতো বিশ্বসেরা এই অলরাউন্ডারের বিপিএল খেলাটাও এখন অনিশ্চিত। এমন অবস্থায় সাকিবের বিকল্প খেলোয়াড় খুঁজছে বন্দর নগরীর দলটি।
বিপিএলে সাকিবের খেলা নিয়ে জানতে চাওয়া হয়েছিল চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরীর কাছে। ঢাকা পোস্টকে তিনি বলেন, 'এখনো এ বিষয়ে (সাকিবের বিপিএল খেলা) চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি আমাদের। আমরা একটা চিঠি পাঠাব দেখি।'
সাকিব না খেললে শেষ মুহূর্তে দলে নতুন খেলোয়াড় ভেড়াতে হবে চিটাগংকে। সেক্ষেত্রে আলাদা করে কোনো পরিকল্পনা রয়েছে কি না এমন প্রশ্নে সামির বললেন, 'হ্যাঁ পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। আমরা তিন চার জনের সঙ্গে কথা বলে রেখেছি। অলমোস্ট দুই জন পছন্দের আছে। এখন দেখা যাক আর কি।