মোঃ জামাল হোসেন, ঢাকা জেলা প্রতিনিধি
আত্মশক্তির মাস মহাপবিত্র রামাদ্বানুল মোবারক উপলক্ষে তোহফা এর উদ্যোগে দেশব্যাপী ও মাস ব্যাপী কর্মসূচি । পবিত্র মাহে রমজান রহমতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস। এই পবিত্র রমজান মাসে বিনামূল্যে বরকতময় শাহরি ও ইফতার বিতরণ করেন তোহফা রাজপথে গরিব অনাথ বাচ্চাদের এফতার বিতরণ করেন। ১৮ রমজান উপলক্ষে আজকে সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় রাজপথে ইফতার বিতরণ করেন তোহফা। পুরো মাস ব্যাপী চলবে ইফতার বিতরণ বললেন তোহফা কমিটি। রোজাদার ব্যক্তিদের মেহমানদারী করাটাই তাদের মূল লক্ষ। তোহফা এর উদ্যোগ দেখে খুশি এলাকাবাসি। তারা চান পুরা মাস রোজাদার ব্যক্তিদের খেদমত করতে।