মুহাম্মদ এরশাদুল ইসলাম
“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই শ্লোগান বুকে ধারণ করে পরিচ্ছন্ন হলো রামপুরা, আফতাবনগর , ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও তার আশপাশ। ৪ ঠা অক্টোবর (শুক্রবার) পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বিডিক্লিন ঢাকা উত্তর এর আওতাধীন হাতিরঝিল -১২ নম্বর টিম এর সদস্যদের অংশগ্রহণে পরিচ্ছন্ন হলো রামপুরা, আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও তার আশপাশ। বৈরী ঝড় বৃষ্টি আবহাওয়ার মধ্যে ও বিডিক্লিন তারুণ্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত। বিকাল ৩ঃ৩০ মিনিটে পারস্পরিক আলোচনা ও পরিচিতি পর্বের মধ্য দিয়ে শুরু হয় ইভেন্টির কার্যক্রম, তারপর গ্রুপ ফটো ও শপথ বাক্য পাঠ শেষে শুরু হয় পরিচ্ছন্নতার অভিযান। বিকাল ৫:৩০ মিনিট নাগাদ হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে বিপুল পরিমান ময়লা আবর্জনা সংগ্রহের মধ্য দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হয়। বিডিক্লিন হাতিরঝিল-১২ নম্বর টিম এর সদস্যরা বলেন, সাধারণ মানুষের কাছে সচেতনের বার্তা পৌঁছায় দিতে আমাদের এ কার্যক্রম, আজ সারা ঢাকা শহর একটু বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় এর জন্য আমরা সাধারণ জনগণ ও দায়ী, কারন আমরা এখন ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার মানসিকতা পরিহার করতে পারি নাই তাই সামান্য বৃষ্টিতেই ড্রেনে ময়লা আটকে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই আজ সবাইকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ শ্লোগানে একত্রিত হতে হবে যে, আসুন নিজে পরিচ্ছন্ন থাকি ও দেশকে পরিচ্ছন্ন রাখি। পরিশেষে নাস্তা ও চায়ের আড্ডার মধ্য দিয়ে ইভেন্টের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।