মোঃ রেজাউল করিম খান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে, ২৫ মার্চ, গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারন, শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে একমিনিট নীরবতা পালন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান এবং মুক্তিযুদ্ধের উপরলেখা বই উপহার দেওয়া হয়। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টায় অত্র বিদ্যালয়ের হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান তিনি এসময়ে তার বক্তব্যে বলেন, ভয়াল ২৫শে মার্চ গণ হত্যা দিবস বাঙালি জাতির জীবনের ১৯৭১ সালের ২৫ মার্চ দিন শেষে এক বিভীষিকা ভয়াল রাত নেমে এসেছিল। এ দিন মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কন্ঠ চিরস্তরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকা সহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের উপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাপিয়ে পড়ছিলো। তাই নিহত সকল শহীদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে দোয়া ও মাগফেরাত কামনা করছি। ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এবং তার নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানী বাহিনী ও তাদের দোসরদেরকে পরাজিত করে আমরা স্বাধীনতা যুদ্ধে জয় লাভ করে পাই সোনার বাংলা। তাই আমাদের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধ ইতিহাস জানতে হবে লালন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে এজন্য জাতিকে আমাদের নতুন প্রজন্ম দেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর হতে হবে। সবাইকে ভালো মানুষ হতে হবে। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালাম এবং সঞ্চালনা করেন, স্কুলের ইংরেজি শিক্ষক মোঃ মেহেদী হাসান। এসময়ে অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।