আব্দুল আহাদ, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ও যুবদল নেতা হৃদয় হোসেন গোলজার গ্রেপ্তার হয়েছেন। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হলে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল। উল্লেখ্য, বিএনপি'র দুর্সময়ে আন্দোলন সংগ্রাম চলাকালে গাবতলীতে এই যুবদল নেতা হৃদয় হোসেন গোলজার ক্লান্ত বিএনপি ও অঙ্গদলের নেতা কর্মীদের জন্য খিচুড়ী খাওয়ানোর দায়িত্বে ছিলেন। ওই সময় পুলিশ তার বাড়িতে হানা দিয়েও এবং বিভিন্ন সময় চেষ্টা চালিয়েও গ্রেফতার করতে পারেনি। অথচ এখন কিছুটা সুসময় হলেও একটি মারপিট মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হলো প্রতিবাদী এই যুবদল নেতা। আমরা কেউ আইনের উর্ধ্বে নই। যদিও এই মামলার কারণে হৃদয় হোসেন গোলজারকে কয়েক দিন আগে নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক থেকে বহিষ্কার করা হয়েছে। গ্রেফতারকৃত হৃদয় হোসেন গোলজার উপজেলার চাকলা গ্রামের আবুল হোসেনের ছেলে।